ঢাকা, ২৩ এপ্রিল বুধবার, ২০২৫ || ৯ বৈশাখ ১৪৩২
good-food
৫৫৭

বৃহস্পতিবার থেকে ম্যাঙ্গো স্পেশাল ট্রেনের যাত্রা শুরু 

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৮:৩৪ ২৪ মে ২০২১  

আম পরিবহনে আগামী ২৭ মে বৃহস্পতিবার থেকে বিশেষ ট্রেন ‘ম্যাংগো স্পেশাল’আনুষ্ঠানিক যাত্রা শুরু করবে। আম ছাড়াও রাজশাহী অঞ্চলের সব প্রকার শাকসবজি, ফলমূল, ডিমসহ কৃষিপণ্য এবং রেলওয়ের আইনে এই ট্রেনে পার্সেল হিসেবে বহন করা হবে ।

পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক (জিএম) মিহির কান্তি গুহ জানান, আগামী ২৭ মে থেকে চলাচল শুরু করবে ‘ম্যাংগো স্পেশাল’ ট্রেন। ওই দিন ভিডিও কনফারেন্সের মাধ্যমে ট্রেনযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  ২৫ মে এই ট্রেন চালুর কথা ছিল। কিন্তু আম নামতে শুরু না করায় ট্রেনযাত্রা দুদিন পেছানো হয়েছে।

পশ্চিমাঞ্চল রেলওয়ে সূত্র জানিয়েছে, গত বছরের মতো এবারও ‘ম্যাংগো স্পেশাল’ নামে ট্রেনটি রহনপুর-চাঁপাইনবাবগঞ্জ-আমনুরা-রাজশাহী-ঢাকা রুটে সপ্তাহে সাতদিনই চলাচল করবে। প্রতিদিন বেলা ২টায় ট্রেনটি রহনপুর থেকে ছেড়ে আমনুরা হয়ে চাঁপাইনবাবগঞ্জ পৌঁছাবে। চাঁপাইনবাবগঞ্জ থেকে বিকেল ৪টায় ছেড়ে ট্রেনটি আমনুরা বাইপাস ও কাঁকনহাট হয়ে রাজশাহীতে পৌঁছাবে।

রাজশাহী স্টেশন থেকে এই ট্রেন ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে বিকেল ৫টায়। ট্রেনটি ঢাকায় পৌঁছাবে রাত ২টায়। ওই ট্রেনটি আবার রাত ৩টা ১৫ মিনিটে ঢাকা থেকে ছাড়বে এবং রহনপুর পৌঁছবে দুপুর ১টায়। প্রতিটি ৪৩ টন ধারণ ক্ষমতার পাঁচটি ওয়াগনে এই ট্রেনে আম পরিবহন হবে।

 রেলওয়ে পশ্চিমাঞ্চলের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা আহসান উল্লাহ ভূঁইয়া  জানান, যাওয়ার পথে ট্রেনটি চাঁপাইনবাবগঞ্জ, আমনুরা, কাঁকনহাট, রাজশাহী, সরদহ, আড়ানি ও আব্দুলপুর বাইপাস স্টেশনে থামবে। এসব স্থানে আমসহ পার্সেল পণ্য ট্রেনে তোলা হবে।

 টাঙ্গাইল, মির্জাপুর, কালিয়াকৈর, জয়দেবপুর, টঙ্গী, বিমানবন্দর, ক্যান্টনমেন্ট, তেজগাঁও এবং কমলাপুর স্টেশনে পণ্য নামানো যাবে। ফেরার পথে ট্রেনটি তেজগাঁও, টঙ্গী, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, চাটমোহর এবং রাজশাহী স্টেশনে থামবে। তবে যাত্রাপথে কোথাও সাধারণ যাত্রী এ ট্রেনে তোলা হবে না।